খাগড়াছড়িতে পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা

Published: 31 Oct 2018   Wednesday   

টেকসই উন্নয়ন,স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

 

সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পৌরসভা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা করে।

 

পরে আলোচনা সভায় নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব প্রভাত তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জনস্বাস্থ্য বিভাগের প্রতিনিধি মো: আশ্রফ, খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভীন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ^াস, ব্যবসায়ী প্রতিনিধি লিয়াকত আলী,কাউন্সিলর অতিশ চাকমা, নারী কাউন্সিলর-সালেহা রহমান,সুনাইচিং মারমা,শাহিদা আক্তার প্রমূখ।

 

বক্তারা আলোচনা সভায় বলেন, সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের বিকল্প নেই। সেই সাথে স্যানিটেশন ব্যবস্থার প্রতি আরো  সচেতনা হলে সুস্থ জীবনের অধিকারী হওয়াটা সময়ের ব্যাপার বলে উল্লেখ করে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন, নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন হয়ে স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত