রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিদের মাঝে সোলার প্যানেল বিতরণ

Published: 31 Oct 2018   Wednesday   

বর্তমান সরকারের ভিশন প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাঁনোর মধ্যদিয়ে দরিদ্র জনসাধারণের সামাজিক উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

 

মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলায় মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও উপকার ভোগীদের মাঝে সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন কাবিটা-টিআর কর্মসূচীর ২ম পর্যায়ের আওতায় সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনি আক্তার, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন।


তিনি বলেন, সরকারের আন্তরিকতার ফলে পার্বত্য এলাকার নানাবিধ উন্নয়ন সাধিত হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।


পরে রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে ৩৪টি সোলার প্যানেল বিতরণ করেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত