কাপ্তাইয়ে জেএসসিতে ১৩৮৭ এবং জেডিসিতে ১৫০ জন পরীক্ষার্থী

Published: 01 Nov 2018   Thursday   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র দাখিল পরীক্ষায় ( জেডিসি) এ বছর কাপ্তাই উপজেলায় সর্বমোট ১৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে জেএসসিতে ১৩৮৭ এবং জেডিসিতে ১৫০ জন পরীক্ষার্থী। 

   

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, কাপ্তাইয়ের ৩ টি কেন্দ্রে জেএসসি এবং ১ টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৭৫ জন, বিদ্যু উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫৬ জন এবং বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৪৫৬ জন পরীক্ষার্থী জেএসসিতে অংশ নিচ্ছে। এছাড়া কাপ্তাই আল- আমিন নুরিয়া মাদ্রাসায়   জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫০ জন পরীক্ষার্থী।  বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল  উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে তিনি আইন শৃংখলা বাহিনী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের সহযোগীতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত