রাঙামাটিতে জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

Published: 01 Nov 2018   Thursday   

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে জাতীয় যুব সংহতির নেতারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, এখনো সময় আছে, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন, তা না হলে ঐক্যের বন্ধন ছিন্ন হয়ে যাবে। অবিলম্বে পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহার করুন। তা না হলে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে মন্তব্য করেছেন দলের নেতারা।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতির রাঙামাটি জেলা  শাখার  উদ্দ্যেগে আয়োজিত শহরের হ্যাপির মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

 

আলোচনা সভায় জেলা যুব সংহতির সভাপতি চন্দন বড়ুয়ার সভাপতিত্বে ও জেলা যুব সংহতি সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি হারুণ মাতব্বর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, যুগ্ন-সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। এছাড়াও জেলা সেচ্ছা সেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুব সংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

এ সময় বক্তারা বলেন, আমরা মহাজোটের শীর্ষ শরীক। তা সত্ত্বেও আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে নামতে বাধ্য হবে জাতীয় পার্টি ও তার সহযোগী অঙ্গ-সংগঠন।

 

বক্তারা আরো বলেন, বিএনপি ও আওয়ামী লীগ এর হিংসাত্মক রাজনীতি বাংলাদেশের জনসাধারণ দেখেছে। পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কাছাকাছি এখনো বিগত সরকারগুলি যেতে পারে নাই। বিএনপি ও আওয়ামী লীগ জনগণের মানসিকতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে হলে পল্লীবন্ধুর হাতকে শক্তিশালী করে দেশের ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত