পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রে ৫তম কঠিন চীবরদান অনুষ্ঠিত

Published: 02 Nov 2018   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে  দুদিন ব্যাপী ৫তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জীনবোধি মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের অমৃতবানী ও স্বধর্ম দেশনা দেন লোগাং বনবিহারের অধ্যক্ষ ধর্ম্মোত্তর স্থবির, পানছড়ি উপজেলার পূজগাং অরন্য কুঠিরের অধ্যক্ষ অনুমোদর্শী স্থবির, শীণাচার অরণ্য বনবিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি স্থবির ও তারাবন ভাবনা কেন্দ্র অরন্য কুঠিরের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির প্রমূখ।

 

অনুষ্ঠানে কঠিন চীবরদান ছাড়াও বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত