জেলা পরিষদের শিক্ষাতরী বিতরণ

Published: 04 Nov 2018   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  থেকে ২নং মগবান ইউনিয়নের গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইঞ্জিন চালিত (ফাইবার বোট) ও নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই শিক্ষাতরী প্রদান করা হয়।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জলযান ঘাটে  জেলা পরিষদের পক্ষে বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে তুলে দেন জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা।

 

এ সময় গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শফিউল আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা বলেন, এ জেলার প্রত্যান্ত অঞ্চলে দূর্গমতার কারনে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চাই না। শিক্ষার্থীদের স্কুলমুখী করতেই পরিষদের এই মহান উদ্দ্যেগ। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে জেলা পরিষদের ন্যয় সমাজের সামর্থ্যবান বিদ্যানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত