বিলাইছড়িতে সরকারের উন্নয়নসহ মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে সভা

Published: 07 Nov 2018   Wednesday   

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং,বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়নভাবনা এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বুধবার কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় বিলাইছড়ি উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত সভায় প্রদান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালএর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসার মো. হারুন,বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসীম উদ্দিন তালুকদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক।

 

সভায় বক্তারা সরকারের অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন সরকারের উন্নয়নের ছোঁয়া শুধু দেশব্যাপী নয় তা মহাকাশেও ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সরকার এসডিজি ও এমডিজি অর্জনে কাজ করছে। মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি সভায় আহবান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত