রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে জে এস এস (এম এন লারমা ) গ্রুপের এক কর্মী নিহত

Published: 09 Nov 2018   Friday   

রাঙামাটির লংগদু উপজেলার বড়াদম এলাকায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্বত্তদের গুলিতে  এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। তার নাম ভাজাগুল চাকমা ওরফে রাজা(৪০)। এ ঘটনায় এমএন লারমা গ্রুপের জেএসএস এর পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করেছে সংগঠনটি।

 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে উপজেলার বড়াদম এলাকায় শান্তিময় চাকমার বাড়ীতে রাত্রী যাপন করছিলেন ভাজাগুল  চাকমা ওরফে রাজা । এসময় দুর্বৃত্তরা তার বাড়ী চারিদিক থেকে ঘিরে ফেলে ব্রাশ ফায়ার করে হত্যা করে চলে যায়। ভাজাগুল  চাকমা ওরফে রাজা  উপজেলার বড়াদম এলাকার ধীরেন্দ্র চাকমার ছেলে । তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এদিকে, এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমা এ ঘটনার তার সংগঠন জড়িত নয় দাবী করে তাদের সংগঠনের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা। এছাড়া নিহত ব্যক্তি এলাকায় চাদাবাজি করতো হয়তো এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তার উপর আক্রমণ করতে পারে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এক দল দুর্বৃত্ত গুলি করে ভাজাগুল  চাকমা ওরফে রাজা হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত