জুরাছড়িতে এম এন লারমার মৃত্যূ বার্ষিকী পালিত

Published: 10 Nov 2018   Saturday   

মানবেন্দ্র নারয়ন লারমার জম্ম না হলে পাহড়ের জুম্মজাতির অস্তিত্ব রক্ষায় অন্দোলন প্রতিফলন হতো না। তাকে যুগে যুগে জুম্মজাতি স্মৃতিচারিত করে স্মরক করবে।

 

শনিবার জুরাছড়ি উপজেলায় “পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ জুম্মজাতির অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জনসংহতি সমিতির উদ্যোগে সাবেক সংসদ ও জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সভায় বক্তারা একথা বলেন।

 

সাবেক সংসদ ও জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে শোক র‌্যালী থানা সংলগ্ন ও যক্ষা বাজার প্রদক্ষিন করে উপজেলা মিনা মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে অস্থায়ী ভাবে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা ও জনসংহতি সমিতি প্রতিনিধি এবং সর্বস্থরের জনসাধারণ।

 

শোক সভায় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি জেলা জেএসএসের ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মহিলা সমিতির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুরার চাকমা, স্থানীয় হেডম্যান ও কাবারীগণ উপস্থিত ছিলেন।

 

সভায় শোকপ্রস্তাব পাঠ করেন মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা। এছাড়া বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি সদস্য হেমন্ত চাকমা প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথি রনজিৎ দেওয়ান বলেন বর্তনাম আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি বাস্তবায়ন্তে আন্তরিক। কিন্ত কিছু দলিয় কর্মী ও আমলা জটিলতায় চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নে বাঁধাগ্রস্থ্য হচ্ছে।

 

এদিকে উপজেলা জেএসএসের সূত্রে জানা গেছে, দুমদুম্যা ইউনিয়নের বগাখালী বাজার সংলগ্ন, একই ইউনিয়নে কুলুক পানিছড়া, ছোট করই দিয়া গ্রামে মানবেন্দ্র নারয়ন লারমার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সামাজি বিভিন্ন অনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত