বরকলে এমএন লারমার ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত

Published: 10 Nov 2018   Saturday   

সাবেক সংসদ সদস্য ও জুম্ম জনগনের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৫তম মৃত্যু বার্ষিকী শনিবার পালিত হয়েছে।

 

দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। উদযাপন কমিটির আহবায়ক মনোজ চাকমার সভাপতিত্বে শোক সভায় দিবসটির তাৎর্পয তুলে ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা পিসিপির সভাপতি লক্ষীমন চাকমা হিলউইমেন্স ফেডারেশনের সভানেত্রী কদম্ব শোভা চাকমা যুব সমিতির সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বক্তব্য রাখেন। সভায় সঞ্চালনা করেন  উদযাপন কমিটির সদস্য সচিব অনিত কুমার চাকমা।  এ সময় শোক সভায় উপজেলা জনসংহতি সমিতির নের্তৃবৃন্দ,মহিলা সমিতি,যুব সমিতি হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও জনসাধারনরা উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে উপজেলা খেলার মাঠ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা জেএসএস কার্যালয়ে গিয়ে শেষ হলে মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা সহ আত্ম নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন তাদের উদ্দেশ্যই শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত