রাঙামাটিতে ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক পরামর্শক সভা অনুষ্ঠিত

Published: 11 Nov 2018   Sunday   

রোববার রাঙামাটিতে ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক দিন ব্যাপী পরামর্শক সভার আয়োজন করা হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের সভা কক্ষে সাউথ এশিয়া ওমেন্স ফান্ড এর অর্থায়নে হিমাওয়ান্টির প্রমোটিং উইমেন্স পাওয়ার থ্রু কমিউনিটি ইনিশিয়েটিভ প্রকল্পের পরামর্শ সভা সঞ্চালনা করেন হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদার। এসময় জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীতা চাকমা, চাকমা রাজ কার্যালয়ের সচিব সুব্রত চাকমা,সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, প্রোগেসিভ এর নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা,গ্রীনহিলের প্রকল্প ব্যবস্থাপক লালসোয়াক লিয়ানা পাংখোয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী পরার্শক সভায় হেডম্যান,কারবারী, যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


পরার্শক সভায় বক্তারা ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থার উন্নয়নে লিখিতরুপসহ হেডম্যান ও কারবারীদের প্রশিক্ষনের ব্যবস্থার উপর জোর দেন। এছাড়া হেডম্যান ও কারবারীরা গ্রামে ও মৌজায় বিভিন্ন বিচার পরিচালনার অভিজ্ঞা তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত