কাপ্তাইয়ে আরএইচস্টেপের এডভোকেসি সভা

Published: 14 Nov 2018   Wednesday   

সাংবাদিক, এনজিও কর্মী ও প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষে রিপ্রোডাকটিভ হেলথ্ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) ইউবিআর -২ প্রকল্পের উদ্যোগে বুধবার এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দ্রঘোনা মিশন হাসপাতাল ইয়ুথ সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন আরএইচস্টেপের কাপ্তাই ও রাজস্থলী উপজেলা ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলাম।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খ্রীষ্টান মিশন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, এনজিও সংস্থা আইডিএফের সমৃদ্ধি সমন্বয়কারী মোঃ নুরুল আমিন, শাখা ব্যবস্থাপক তসলিম রিজভী, ডিজিএফআই`র মোঃ জিয়াউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন, কাপ্তাই থানার ওসি(তদন্ত) মোঃ নুরুল আলম প্রমুখ।

 

বক্তারা কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, জেন্ডার বৈষম্য,নারী ও শিশু নির্যাতন,  ইভটিজিং,প্রতিরোধে করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখন। উল্লেখ্য, বেসরকারী সংস্থা আরএইচস্টেপ ৩৪ বছর ধরে দেশের নারী,পুরুষ,কিশোর-কিশোরী ও যুবাদের প্রজনন স্বাস্থ্য এবং শিশুদের সাধারণ স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত