খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত

Published: 16 Nov 2018   Friday   

শুক্রবার খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও ১৩ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি কোট বিল্ডিং মোড় হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালীটি উদ্ভোধন করেন খাগড়াছড়ি আসনের সাংসদ ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। র‌্যালী শেষে টাউন প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কাউন্সিলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ,খগেশ্বর ত্রিপুরা,গবেষক ও লেখক প্রভাংশু ত্রিপুরাসহ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্মেলন শেষে প্রেম রঞ্জন ত্রিপুরাকে সভাপতি,নক্ষত্র ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও যদুনাথ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত