রাঙামাটিতে হিলরভালেদীর মতবিনিময় সভা

Published: 18 Nov 2018   Sunday   

রোববার রাঙামাটিতে জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ভবিষ্যৎ করণীয় প্রাসঙ্গিক মত বিনিময় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাঠালতলীর সংগঠনের কার্যালয়ে স্থানীয় স্বেচ্ছা সেবী,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন‘ হিলরভালেদী ও হিলর প্রোডাকশনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যঅঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর’এর  জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা,সংগঠনের উপদেষ্টা,বিশিষ্ট আইনীবী ও কণ্ঠ শিল্পী চঞ্চু চাকমা ও সজীব চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক নিকেল চাকমা এবং অর্থ সম্পাদক অনন্ত চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পারমিতা চাকমা।

 

সভায় বক্তারা পাহাড়িদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং সংরক্ষণ, পুনঃরুদ্ধার ও বিকাশে ভিডিও চিত্র নির্মাণ, সাংস্কৃতিক কর্মকান্ড,নিজস্ব ভাষা, বর্ণমালা ও সাহিত্য বিষয়ক পুস্তক ও সাময়িকী প্রকাশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত