পানছড়ির দেবগিরি বন বিহারে কঠিন চীবরদান সম্পন্ন

Published: 22 Nov 2018   Thursday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দেবগিরি বন বিহারে দ্বিতীয়বারের মতো দুদিন ব্যাপি  দানোত্তম কঠিন চীবরদান বৃহস্পতিবার সম্পন্ন  হয়েছে।

 

রাঙামাটির ফুরোমোন আর্ন্তজাতিক  সাধনাতীর্থ ও বন ভাবনা কেন্দ্রে অধ্যক্ষ ও অনুষ্ঠানের সংঘ প্রধান ভৃগু মহাস্থবির মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্বধর্ম দেশনা ও অমৃতবাণী দেন ভৃগু মহাস্থবির, পানছড়ি মুনিপুর বন বিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির,  রাঙামাটি রাজবন বিহারের সুমন মহাস্থবির,  রাঙামাটির বেনুবন বিহারের অধ্যক্ষ পন্থক স্থবির ও পানছড়ি দেবগিরি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ ভিক্ষু প্রমূখ।

 

রাতভর কাপড় বুনে তৈরীকৃত চীবরটি পানছড়ির তেগিনি বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদ্বীপ ভান্তেকে দান করা হয়। এছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।

 

পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের ধর্ম্ম দায়িকা আর্য্যঐক্য পরিষদের সদস্যদের একান্ত প্রচেষ্টায়, শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় দানানুষ্ঠানে দান উৎসর্গ ও শীল প্রার্থনা করেন বিভাস চাকমা ও অতুল বিকাশ চাকমা।

 

অনুষ্টানে স্ব-ধর্ম বক্তব্য দেন কঠিন চীবর দানানুষ্ঠানের সাধারন সম্পাদক অরিজিৎ চাকমা আর বৌদ্ধ ধর্মীয় গান পরিবেশন করেন রুবেল চাকমা ও অনন্যা চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত