প্রত্যেক ধর্মে মানুষের শান্তি প্রতিষ্ঠার উপদেশ দেয়- মহালছড়ি জোন অধিনায়ক

Published: 23 Nov 2018   Friday   

খাগড়াছড়ির মহালছড়িতে বৌদ্ধ ধর্মীয় বিহার ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।

 

পরিদর্শন কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মে হিংসা-দ্বেষ পরিহার করে মানুষের শান্তি প্রতিষ্ঠা করার উপদেশ দেয়। সেনাবাহিনী প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে যাচ্ছে। যে যার ধর্মীয় নীতি অনুসরন করেই শান্তি ও সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসতে হবে। সকলকে ধর্মীয় নীতি অনুসরণ করেই শান্তি প্রতিষ্ঠাই এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

বৃহস্পতিবার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী মহাপট্ঠান সুত্রপাঠ এর সমাপনী ও কঠিন চিবর দানানুষ্ঠান পরিদর্শন এবং মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে অনুষ্ঠিত রাস মহোৎসব পরিদর্শনকালে এসব কথা কলেন।

 

পরিদর্শনকালে জোন অধিনায়ক  প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিহারাধ্যক্ষকে ফলমূল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় বিহার ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত