পিসিজেএসএস থেকে উষাতন তালুকদারসহ ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Published: 23 Nov 2018   Friday   

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটির ২৯৯নং আসন থেকে আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে বর্তমান সাংসদ উষাতন তালুকদার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে আওয়ামীলীগের একজন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

 

জানা যায়, জেলা নির্বাচন কার্যালয় থেকে বৃহস্পতিবার জনসংহতি সমিতির জেলা কমিটির সহ-সভাপতি কিশোর কুমার চাকমা উষাতন তালুকদারের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেন। একই সময়ে জনসংহতি সমিতি থেকে দলের নেতা শরৎ জ্যোতি চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, জেলা নির্বাচন কার্যালয় জানায়, এ পর্ষন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন  আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংহতি সমিতির নেতা ও বর্তমান এমপি উষাতন তালুকদার ও শরৎ জ্যোতি চাকমা, ইউপিডিএফ থেকে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নেতা সজীব চাকমা ও জেলা কমিটির সংগঠক শান্তি দেব চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে জুই চাকমা,  ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জসীম উদ্দীন, এএমকে পারভেজ তালুকদার(স্বতন্ত্র) ও অমর কুমার দে(স্বতন্ত্র) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

উল্লেখ্য,  জনসংহতি সমিতিসহ আঞ্চলিক দলগুলো নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আসছে। গেল দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উষাতন তালুকদার প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারকে ১৮ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত