জুরাছড়িতে সমবায় দিবস পালিত

Published: 25 Nov 2018   Sunday   

রোববার জুরাছড়ি উপজেলায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল চক্র বর্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিমেন্ট চাকমা, জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমা, থানা প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে সমবায় ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্বারোপন করেছে। সকল সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়-ঋনদান, দুগ্ধ, কুটির শিল্প, গামেন্টস, আবাসন, ব্যাংক, বীমা, পন্য বিপণন, আশ্রয়ণ এবং একটি বাড়ী একটি খামার প্রভৃতি ক্ষেত্রে সমবায়কে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওয়াতায় গ্রহণ করা হয়েছে সমবায় ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প।

 

বক্তারা আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সমবায়ের কোন বিকল্প নেই। টেকসই উন্নয়নের জন্য সর্বাগ্রে দরকার উন্নয়নের পথ ও পদ্ধতি নির্ধারণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় সকলের অংশগ্রহন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, স্থানীয় পর্যায়ে সংগঠন তৈরি করে জনগণকে উন্নয়নের অংশীদার করার জন্য সমবায়ই হতে পারে উৎকৃষ্ট পদ্ধতি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত