আলীকদমে আদিবাসী প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Published: 26 Nov 2018   Monday   

বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসী প্রতিবন্ধী এক তঞ্চঙ্গ্যা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরপর লাশ আত্বীয়-স্বজনের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

গেল রোববার বিকেল সাড়ে চারটার দিকে আমতলী অসুথু পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের্^ পাহাড়ের ঢালুতে একটি গাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিমাপ্রু তঞ্চঙ্গ্যা জানান, তার মেয়ে নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৭)। ছোট বেলা থেকেই প্রতিবন্ধী। এ কারণে তাকে অন্য ভাই বোনদের চাইতে একটু বেশী যত্ন নিতেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালে ঘুরতে বের হয়। বাড়িতে দুপুরের খাওয়া খেতে না আসায় অনেক জায়গায় খোঁজ নেন। পরে তিনি এলাকার লোজনের মাধ্যমে জানতে পারেন তাঁর মেয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে আত্বহত্যা করেছেন।

 

পরে আলীকদম থানায় খবর দেয়ার পর ওইদিনই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।  যার মামলা নং ৭।  এসআই স্বপন চন্দ্র বড়–য়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন।

 

এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে রোববার রাতে জেলা সদর হাসপাতালে আনা হয়। সোমবার সকালে জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার অজয় বড়ুয়া, চিংম্রাসাং মার্মা ও মিনা আহমেদকে নিয়ে তিনজনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

ডা: চিংম্রাসাং মার্মা জানান, মৃতের গলায় হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। গলায় দঁড়ির ছাপও রয়েছে। চোখ, পা ও পায়ের উরুতে আঘাতের চিহৃ রয়েছে। তিনি আরো জানান, ওই নারীকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত