জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে সেনা বাহিনী বহু বছর ধরে প্রথম স্থানে রয়েছে-মেজর জেনারেল এস এম মতিউর

Published: 26 Nov 2018   Monday   

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়াতায় সেনা ক্যাম্প যতটুকু প্রত্যাহার করার কথা তা করা হয়েছে এবং হচ্ছে। দেশের সার্বোভৌমত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনী থাকবে।

 

তিনি আরো বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশ সেনা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে সেনা বাহিনী বহু বছর ধরে প্রথম স্থানে রয়েছে। পার্বত্য চট্টগ্রামের চাইতে অনেক সংঘাত-বিক্ষুদ্ধ পরিস্থিতি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনা বাহিনী। আর পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্বৃত্ত দমন করতে পারবে না, এটা যদি কেউ মনে করে থাকে তারা সেনা বাহিনীকে বোকা ভেবেছে। তবে পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনী সম্প্রীতির জন্য সর্বচ্চ সংযম প্রদর্শন করছে মাত্র।

 

সোমবার সেনাবাহিনীর উদ্যোগে রাাঙামাটির জুরাছড়ি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

 

জুরাছড়ির সেনা জোনে মতবিনিময়ের এসময় রাঙামাটি রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক, পিএসসি, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাই, ভাইস ও জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্য, স্থানীয় হেডম্যান-কার্ব্বারী রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, প্রসিত গ্রুপের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অস্ত্রধারী সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে অস্তিতিশীল করার চেষ্টা করছে। স্বায়ত্বশাসন ও স্বাধীনতার নামে তারা এই দেশে বিচ্ছিন্ন জুম্ম ল্যান্ড নামে নতুন দেশ গঠনের কাল্পনিক স্বপ্ন দেখছে। যারা  এমন স্বপ্ন দেখছে তাদেরকে নিরাপত্তা বাহিনী উপযুক্ত জবাব দেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত