খাগড়াছড়িতে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

Published: 28 Nov 2018   Wednesday   

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার খাগড়াছড়ি ২৯৮ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। 

 

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, নুরন্নবী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনজন। তারা হলেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া, বিএনপি নেতা সমীরণ দেওয়ান ও জেলা বিএনপি‘র যুগ্ন সম্পাদক ওয়াদুদ ভূইয়ার ভাতিজা শহিদুল ইসলাম ভূইয়া।


এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। তিনি জাতীয় পাািটর প্রেডিয়াম সদস্য।


এছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা। তবে এই দুজনের কেন্দ্রীয় আওয়ামীলীগের কোন মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। খাগড়াছড়ি জেলা গণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।


অন্যদিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য সাচিব চাকমা ও নতুন কুমার চাকমা। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজী মনোনয়ন ফরম জমাদেন।


খাগড়াছড়ি জেলার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুর ইসলাম জানান ২৯৮ নং খাগড়াছড়ি আসনের আওয়ামীলীগের তিন জন বিএনপির তিন জন গণ ফোরামের একজন, ইসলামী আন্দোলনের একজন ,জাতীয পাটি একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগের দুই প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম নেই। তিনি আরো জানান সবাই নির্বানী আচারন বিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত