রাঙামাটিতে শুক্রবার ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত হচ্ছে

Published: 29 Nov 2018   Thursday   

প্রথম বারের মতো রাঙামাটিতে শুক্রবার ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্যাঞ্চলে অ্যাডভেঞ্চার কার্যক্রমকে জনপ্রিয় করতে এবং পর্যটন খাতকে প্রচার ও প্রসার ঘটাতে এ আয়োজন।


বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ আয়োজিত এক সংবাদ সন্মেলনে একথা জানানো হয়।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বলা হয়, ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন এর মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্যাঞ্চলের সম্ভাব্য পর্যটন খাতকে প্রচার ও প্রসার, এ অঞ্চলের সংস্কৃতি প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন এবং পর্যটক ও ভ্রমনকারীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সম্প্রীতি, সৌহার্দ্যে বন্ধন দৃঢ় হয়ে ফুরমোন পাহাড়কে একটি আকর্ষনীয় ট্রেকিং ডেস্টিশেনে পরিচিতি ও প্রতিষ্ঠা করা। এর আয়োজন করা হয়েছে। তিন পার্বত্য জেলা থেকে ২১ জন ও দেশের অন্যান্য স্থান থেকে ১২জনসহ মোট ৩৩ জন ট্রেকিং এ অংশ নিচ্ছেন।


সংবাদ সন্মেলনে বলা হয়, শুক্রবার সকাল ৯টার দিকে সাপছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন এর উদ্বোধন করা হবে। ট্রেকিং শেষে যৌথ খামার ফিনিসিং পয়েন্টে নেমে আসবেন অংশ গ্রহনকারীরা।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, এ ট্রেকিং এর মধ্য দিয়ে ফুরমোন পাহাড়ের টেকসই ট্রেকিং নকশা প্রনয়ন, মূল ট্রেকিং রুটগুলো উন্নয়নের জন্য ফুরমোন হেল্প ট্র্যাক সাইন তৈরী, ট্র্যাক করার করার জন্য একটি পূর্নাঙ্গ কাঠামো প্রস্তাব তৈরী ছাড়াও স্থির চিত্র, ভিডিও ও ডকুমেন্টারী ও প্রচার সরঞ্জামের মাধ্যমে ফুরমোন পাহাড় অভিযান বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে।


সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, বোর্ডের বাস্তবয়ন সদস্য প্রকাশ কান্তি চৌধুরী,সেনা বাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সভাপতি মশিউর খন্দকার,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত