মহালছড়ির মাইসছড়িতে মহিলা সমাবেশ

Published: 29 Nov 2018   Thursday   

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়িতে বৃহস্পতিবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে খাগড়াছড়ির মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্যে মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ মুকুট চাকমা ও মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ওয়াংম্রাসং মারমা প্রমূখ।


সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে নারী ক্ষমতায়নের গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। বিগত ৯ বছরে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত