রাঙামাটিকে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া

Published: 30 Nov 2018   Friday   

রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্যোগে বৃহস্পতিবার গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া শুরু হয়েছে।


শহরের শান্তি নগর বস্তি এলাকায় এ মহড়ায় নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো.দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শান্তি নগর বস্তি এলাকার নারী পুরুষ অনেকেই।


জনপ্রতিনিধি সাবেক প্যানেল মেয়র মো.রবিউল আলম রবি বলেন, বিগত দিনে ও সম্প্রতি ফায়ার সার্ভিস রাঙামাটিতে জন সচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহন করে অগ্নিকান্ড নির্বারণে জনগণকে প্রস্তুতিমূলক কর্মকান্ডে উপর প্যাকটিক্যাল প্রশিক্ষণ দিচ্ছেন।প্রাথমিক ভাবে কি করে অগ্নিকান্ড নির্বারণ করবে তা জনগণকে হাতে নাতে দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


এ সময় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম বলেন, প্রতি বছর এ সময়ে ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির লক্ষে বিশেষ করে ঘনবসতি এবং বস্তি এলাকায় অগ্নিকান্ড থেকে কি ভাবে রক্ষা পাবে সে লক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। সম্প্রতি এ ধরনের মহড়া বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল শনিবার সকালে শহরের আসামবস্তি এলাকায় সচেতনতামূলক গণসংযোগ ও অগ্নিকান্ড নির্বারণ মহড়া অনুষ্ঠিত হবে।


সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বলেন, ২০১৭ সালে রাঙামাটিতে ভূমি ধসে ৫ সেনা কর্মকর্তাসহ ১২০ নিহতের ঘটনায় উদ্ধার কাজে নিরলস ভূমিকা ছিল রাঙামাটি ফায়ার সার্ভিসের। স্মরণীয় ভূমি ধসে রাঙামাটি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে সফলতা অর্জন করেছিল। সম্প্রতি বিলাইছড়ি উপজেলার এক উপজাতি শিক্ষার্থী কাপ্তাই লেকের পানিতে ডুবে নিখোঁজ হলে তা তিন দিন চেষ্টার ফলে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত