নানা কর্মসুচীর মধ্যদিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশ্ব এইডস দিবস পালন

Published: 01 Dec 2018   Saturday   

এইচআইভি পরীক্ষা করুন, নিজে জানুন এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়িতে শনিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।

 

জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক এর উদ্যোগে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিভিল সার্জন মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ডা: আশুতোষ চাকমা ও ডাঃ জয়া চাকমা।

 

আলোচনা সভায় বক্তারা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী,এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত