মহালছড়িতে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন

Published: 02 Dec 2018   Sunday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পার্বত্য  শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা জোন ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, রোকেয়া পদক প্রাপ্ত শোভারাণী ত্রিপুরা, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা প্রমূখ।

 

এর আগে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র নেতৃত্বে মহালছড়ি টাউনহল প্রাঙ্গন থেকে পাহাড়ি-বাঙ্গালীর এক বিশাল এক র‌্যালী শুরু হয়ে বাজাল এলাকা প্রদক্ষিণ শেষে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে। সাধারণ মানুষ  শান্তিতে ঘুমাতে পারছে। শান্তিচুক্তির বিরোধীতা করে একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শান্তিচুক্তি সামান্য কয়েকটি ধারা বাকী থাকলেও গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়িত হয়েছে। যে ধারাগুলো আজো অবাস্তবায়িত রয়েছে সে ধারাগুলো বাস্তবায়ন করতে সময়ের ব্যাপার মাত্র। সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত