শিশু অধিকার ও বাল্য বিবাহ রোধে গ্রীনহীলের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: 03 Dec 2018   Monday   

শিশু অধিকারের অবস্থা পর্যবেক্ষণ ও বাল্য বিবাহ রোধ বিষয়ে সোমবার রাঙামাটিতে স্থানীয় এনজিও ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


প্ল্যান ইন্টারন্যাশনাল সহযোগিতায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের বাস্তবায়নে গ্রীনহীল সন্মেলন কক্ষে সমন্বয় সভার সভাপতিত্ব করেন সংস্থাটির প্রকল্প কর্মসূচির ব্যবস্থাপক লাল সোয়াক লিয়ানা পাংখোয়া। এসময় বক্তব্যে দেন প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, শিশু অধিকারের অবস্থা পর্যবেক্ষণ ও বাল্য বিবাহ রোধ প্রকল্পের সমন্বয়কারী রণজিৎ চাকমা,উন্নয়ন কর্মী সুরভি চাকমাসহ অন্যান্য প্রমুখ।


আলোচনা সভায় শিশু অধিকারের অবস্থা পর্যবেক্ষণ ও বাল্য বিবাহ রোধ বিষয়ে রাঙামাটিতে কর্মরত যে সকল এনজিও রয়েছে তাদের কর্মস্থল এলাকায় শিশু শ্রম বিষয়ে পর্যবেক্ষন করা হয়, বাল্য বিবাহ রোধ এলাকায় সচেতনা সৃষ্টি এবং পৌর সভা থেকে উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সদন দেয়া হচ্ছে তা সঠিক বয়স অনুয়ায়ী প্রদান করা হচ্ছে কিনা তার পর্যবেক্ষণ ও জনসচেতনা সৃষ্টি করা হয়।


উল্লেখ্য, শিশু অধিকারের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও বাল্য বিবাহ রোধে সচেতনামূলক কর্মসূচি হিসেবে গ্রীনহীল রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি জুনিয়র বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে কাজ করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত