রাঙামাটির পাহাড়ী পরিবার ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান প্রদান

Published: 04 Dec 2018   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির দশ উপজেলায় বসবাসরত পাহাড়ীদের জীবনমান উন্নয়ন ও কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

 

বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ আর্থিক অনুদান নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সমাজসেবা সদর উপজেলা কর্মকর্তা আব্দুল রশীদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা দীলিপ চাকমা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে দশ উপজেলার এক হাজার ৮৯ পরিবার ও ৩শ ৩২ জন শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও ভিক্ষুক পুনর্বাসন বাবদ মোট ৬৩লক্ষ ৮৪হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত