রোকেয়া দিবস উপলক্ষ্যে সনাকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Published: 08 Dec 2018   Saturday   

শনিবার  রাঙামাটিতে নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসকে সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

স্বাধীন নারী, স্বাধীন জাতি, রুখবে এবার দুর্নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সনাক কার্যালয়ে আলোচনা সভায় সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। এতে মহিলা পরিষদের জেলা প্রতিনিধি গৌরি হাওলাদার, শামীম আরা বেগম এবং অন্যান্য সনাক, স্বজন,ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন। আলোচনা শেষে নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনা শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

 

আলোচনা সভায় বক্তারা নারী জাগরনে বেগম রোকেয়া এর ভূমিকা উল্লেখ করে বলেন, নারীদের এখনো অনেক দূর পর্যন্ত যেতে হবে। সভায় আরো জানানো হয়, নারী ক্ষমতায়নের পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে নারীকে ব্যবহার করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে, তা না হলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই সময় নারীর ক্ষমতায়নের মাধ্যমে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং তা শুরু করতে হবে পরিবারের মধ্য থেকেই। পরিবারের এই অসম দৃষ্টিভঙ্গিকে বক্তারা একধরণের দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেন।

 

সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, পরিবারের মধ্যে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য দূর করতে হবে। এ ক্ষেত্রে পরিবার দ্বায়িত্বশীল হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। আর নারীর বস্তুনিষ্ঠ ক্ষমতায়ন দূর্নীতিবিরোধী চেতনার অন্যতম হাতিয়ার।

 

আলোচনায় অংশগ্রহণকারী সবাই নারীর ক্ষমতায়নে দুর্নীতিবিরোধী চেতনার গুরুত্ব উপলব্ধি করে বাস্তব জীবনে তা প্রয়োগের বিষয়ে একমত প্রকাশ করেন। সভায় বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা এবং পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এর জন্য অনেকাংশে দায়ী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত