কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন

Published: 09 Dec 2018   Sunday   

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার কাপ্তাইয়ে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

 উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহোযোগিতায়  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। দূর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর্নফুলি সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, মানবাধিকার কর্মী নুর বেগম মিতা।অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।মানববন্ধন এবং আলোচন সভায় সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, হেডম্যান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে একটি র‌্যালী  বের করা হয়অ র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত