বিলাইছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত

Published: 09 Dec 2018   Sunday   

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোববার রাঙামাটির বিলাইছড়িতে ও জয়িতা সম্মাণনা প্রদান দেয়া  হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিপ্রেবে আরও উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুদেব দাশ এবং বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিউটিফিকেশন এর প্রশিক্ষক ইয়াশিকা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারি (সাঁটমুদ্রাক্ষরিক) কাম-কম্পিউটার অপারেটর সাধন তঞ্চঙ্গ্যা। এছাড়া  প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন জয়িতা ও দীঘলছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চন্দ্র দেবী তঞ্চঙ্গ্যা ।

 

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, সফল জননী হিসেবে সাফল্য অর্জনের জন্য, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন পরিচালনার জন্য এবং সমাজ উন্নয়নে অসামান্য অবধান রাখার জন্য উপজেলার চার জন সংগ্রামী নারী চন্দ্র দেবী তঞ্চঙ্গ্যা, মল্লিকা চাকমা, দেব মায়া চাকমা ও মিনা রাণী চাকমাকে শ্রেষ্ঠ জয়িতা  সম্মাণনা স্মারক প্রদান করা হয়।

 

এর আগে সকালে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত গিয়ে আবার যথাস্থানে গিয়ে শেষ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। আজকে নারীরা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে এগিয়ে এসেছে এবং সবার সামনে নিজের অধিকারের কথা বলতে পারছে তার একমাত্র বেগম রোকেয়ার অবধানের জন্য সম্ভব হচ্ছে। তাই তারা সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় অবধান রাখার জন্য বেগম রোকেয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত