জুরাছড়িতে ৫ সফল নারীকে সম্মাননা প্রদান

Published: 09 Dec 2018   Sunday   

রোববার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, থানা প্রতিনিধি এসআই মোঃ ওসমান সহ সকরারী বেসরকারী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জুরাছড়ি ইউনিয়নের আমতলী গ্রামের নারী পুষ্প মায়া চাকমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য উপজেলা সদরের শমিষ্ঠা চাকমা, সফল জননী নারী বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি গ্রামের লক্ষী দেবী চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরুকারী একই ইউনিয়নের লেবারপাড়ার সুফলা চাকমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখায় মৈদং ইউনিয়নের ঝিনু চাকমাকে সম্মাননা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত