বরকলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

Published: 09 Dec 2018   Sunday   

রোববার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ,বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা প্রেস ক্লাব সাধারন সম্পাদক বিহারী চাকমা দিবস গুলোর তাৎপর্য তুলে ধওে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের  সদস্য নিরত বরন চাকমা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা সেলাই প্রশিক্ষক সুচিতা চাকমা বিউটিফিকেশনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা সহ স্বেচ্ছাসেবক সংস্থার সদস্য সদস্যাসহ জয়িতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা পরিষদের মাঠ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

 আলোচনা সভা শেষে  অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী রীনা কর্মকার, সমাজ উন্নয়নে সাফল্য অর্জন কারী নারী বাসনা চাকমা শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মিতা চাকমা সফল জননী নারী ফুল কুমারী চাকমা ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন করে  সাফল্য অর্জন কারী নারী শশী রানী চাকমাকে জয়িতা ক্রেষ্ট ও সার্টিফিকেট  প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত