রাঙামাটি আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন

Published: 09 Dec 2018   Sunday   

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ নং আসনে মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিনে রোববার মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীদের মধ্যে ৪জন প্রত্যাহার করেছেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে  রাঙামাটি পার্বত্য ২৯৯ নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১২ প্রার্থীর মধ্যে ৪ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকৃতরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির নেতা সচীব চাকমা, ইউপিডিএফের জেলা সংগঠক শান্তি দেব চাকমা। এর আগে বাছাইয়ের দিনে অপর দুই মনোনয়নপত্র দাখিলকারী দুই স্বতন্ত্র প্রার্থী আশীষ দাশগুপ্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা অমর কুমার দে এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

এ আসনে যারা প্রতিদ্বন্ধিতা অবতীর্ণ হয়েছেন তারা হলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, বিএনপির সদস্য ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বর্তমান সাংসদ উষাতন তালুকদার, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা শাখার সহ-সভাপতি জুঁই চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা মোঃ জসিম উদ্দিন, জাতীয় পার্টির জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম পারভেজ তালুকদার।

 

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত দুই প্রার্থী সচিব চাকমা ও শান্তিদেব চাকমা মনোনয়ন প্রত্যাহার করেছেন।তাদের দুই জনের মনোনয়ন প্রত্যাহারের পর রাঙামাটি আসনে ইউপিডিএফের আর নিজস্ব দলীয় কোন প্রার্থী থাকলো না। তবে পার্টি নির্বাচনে এই আসনে কাকে সমর্থন দেবে তা যথা সময়ে জানানো হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত