রাঙামাটি সরকারী কলেজে দুর্নীতি বিরোধী গণসাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত

Published: 09 Dec 2018   Sunday   

টেকশইউন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার রাঙামাটি সরকারী কলেজে দুর্নীতি বিরোধী গণসাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে কলেজ প্রাঙ্গনে  অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: মইন উদ্দিন, উপাধক্ষ্য অধ্যাপক তুষার কান্তি বড়–য়া এবং সনাক সদস্য চ্াঁদ রায়। এসময় কলেজের শিক্ষার্থীরা ছাড়াও এই কার্যক্রমে আরো অংশ নেন, সনাক, স্বজন, ইয়েস,ইয়েস ফ্রেন্ডস সদস্য ও বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। সকাল ৯ ঘটিকা থেকে দুর্নীতিবিরোধীগণসাক্ষরকার্যক্রম শুরুহয়ে দুপুর ১২:৩০ ঘটিকায়তা শেষ হয়।

 

কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণএশিয়ার অন্যন্যা দেশের তুলনায় এগিয়ে গেলেও দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে এধারা অব্যাহত রাখা কঠিন হবে। বিশেষ করে তরুন সমাজের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করা প্রয়োজন। ফলে সনাকএর এই কার্যক্রম যথাযথ ও সময়োপযোগী বলে বক্তারা মত প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত