রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস পালিত, ৫ জয়িতাকে সম্মাননা

Published: 09 Dec 2018   Sunday   

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা ও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ সম্মাননা স্বরূপ সনদ প্রদান করা হয়েছে।

 

রোববার সকালে রাঙামাটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফি কামাল, দুদকের উপ-পরিচালক ফজলুল হক, কৃষি সম্প্রসারণের জেলা কর্মকর্তা পবন কুমার চাকমা ও মহিলা নেত্রী টুকু তালুকদার।

 

সভায় বক্তারা বলেন, এখনও আমাদের সমাজ বাল্যবিবাহ নামক অভিশাপ থেকে মুক্ত হতে পারিনী। বাল্যবিবাহের কারণে সমাজে নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ করতে পারলে নারী নির্যাতনও অনেকাংশে কমে যাবে। এর জন্য জনসচেতনতা বাড়াতে হবে। এব্যাপারে নারী সমাজকে কাজে লাগাতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।  পরে বিভিন্ন ক্যাটাগড়িতে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা সনদ প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত