নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে পাহাড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জোরালো পদক্ষেপ নেবে

Published: 10 Dec 2018   Monday   

বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান বলেন বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে পাহাড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার পাশাপশি পাহাড়ে এই সমস্যাকে মাথায় রেখে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায় তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।

 

রাঙামাটি পার্বত্য ২৯৯নং আসনের বিএনপির প্রার্থী ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান সোমবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।


অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে এ আসন অবশ্যই জয়ী হবে বলে আশা ব্যক্ত করে মনি স্বপন দেওয়ান তিনি আরো বলেন,আসন্ন সংসদ নির্বাচনে জেলা বিএনপির মধ্যে কোন কোন্দল নেই, এখন সবাই ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এই নির্বাচন আন্দোলনের একটি অংশ। তাই নির্বাচনে বিএনপিকে হতে হবে।


জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, সিনিয়র জেলা যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড, মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি মোহাম্মদ শাকিল,জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোঃ সায়েমসহ সংগঠনের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত