এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকায় মোনঘর শিশু সদনে ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published: 10 Dec 2018   Monday   

সোমবার রাঙামাটির মোনঘর শিশু সদনে তিলা বিশিষ্ট ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ঢাকাস্থ  স্বেচ্ছাসেবী সংস্থা এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকার ব্যয়ে এ ভবন  নির্মিত হচ্ছে।

 

মোনঘর রেজাউর রহমান ছাত্রী নিবাস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা আর গুজনবী। পরে মোনঘর বিশাখা ভবন হল রুমে আলোচনা সভায় মোনঘর শিশু সদনের সহ-সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবি সভাপতিত্বে বক্তব্যে দেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী তৈয়ব তোজাম্মেল। স্বাগত বক্তব্যে দেন  মোনঘর শিশু সদনের সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী তৈয়ব তোজাম্মেল বলেন, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন একটি ম্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সাধারন মানুষের কল্যাণে জন্য কাজ করে আসছে। আজকে মোনঘর  রেজাউর রহমান ছাত্রী নিবাস ভবনের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হলো।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীতে যে জাতি ইংরেজী ও গণিত জানে সে জাতি উন্নত হয়েছে। ঠিক শিক্ষার্থীদেরও ভয়ভীতি দুর করে ইংরেজী ও গণিত জানতে হবে। তাহলে দেশকে আরো বেশী করে সামনে দিখে এগিয়ে নিতে পারবো। তিনি মোনঘর ভব্যিতে আরো একটি সফল ও সুন্দর প্রতিষ্ঠান হবে তার কামনা করেন। 

 

উল্লেখ্য,ঢাকাস্থ  সেচ্ছাসেবী এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকার ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের ছিন্নমূল অনাথ শিশুদের বাস স্থানের জন্য মোনঘর রেজাউর রহমান ছাত্রী নিবাস নামের তিন তলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করে দিচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত