খাগড়াছড়িতে মূলধারার তাবলীগের সংবাদ সম্মেলন,তিন দফা দাবী

Published: 10 Dec 2018   Monday   

চলমান সহিংস ঘটনাসমুহ বন্ধ ও তাবলীগের নিয়মিত কাজসমুহ শান্তিপুর্নভাবে  অনুষ্ঠিত হওয়ার জন্য তিন দফা দাবী জানানো হয়েছে। 

 

সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজামউদ্দীন বিশ্ব মারকাজের অনুসারী মূলধারার তাবলীগের পক্ষথেকে এ দাবী জানানো হয়।

 

সংবাদ সম্মেলননে অভিযোগ করা হয় যে, কাওমী উলামা নামধারী কিছু সংখ্যক ব্যক্তি মাদ্রাসা ছাত্র ও সাধারণ তাবলীগের সাথীদের উত্তেজিত করে বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ফলে মুলধারার তাবলীগের সাধারণ সদস্যদের মাদ্রাসা,ব্যবসা প্রতিষ্ঠান,বাড়ি-ঘর ধ্বংসযজ্ঞ থেকে বাদ যাচ্ছে না। স্বার্থান্বেষী মহলটি মাদ্রাসা মসজিদে সেদিনের সংহিস ঘটনার মিথ্যা বর্ণনা দিয়ে তাবলীগের নিয়মিত কার্যক্রম বন্ধ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

 

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে তিনদফা দাবী উত্থাপন করা হয়। দাবীর মধ্যে রয়েছে সহিংস ঘটনাবলী শক্তহাতে বন্ধ করা,মসজিদসমুহে দাওয়াত ও তাবলীগের নিয়মিত কাজসমুহ  স্বাভাবিকভাবে হতে দেয়া ও বাঁধা সৃষ্টি করলে প্রশাসনের হস্তক্ষেপ করা।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা দেলোয়ার হোসাইন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  তাবলীগের সুরা সদস্য আব্দুর রউফ, সুরা সদস্য মোখলেছুর রহমান, হাফেজ কাওছার আহমেদ,হাফেজ নুরুল আলম প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত