ব্লাস্ট রাঙামাটি ইউনিটের উপকারভোগীদের সাথে এক পুনঃপর্যালোচনা সভার আয়োজন

Published: 12 Dec 2018   Wednesday   

বুধবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের উদ্যোগে উপকারভোগীদের সাথে এক পুনঃপর্যালোচনা সভার আয়োজন করা হয়।


ব্লাষ্ট রাঙামাটি ইউনিট কার্যালয়ে সভা পরিচালনা করেন ব্লাস্ট, ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান। সভায় নারী ২৩ জন এবং পুরুষ ৫ জন সর্বমোট ২৮ জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।


সভায় উপকারভোগীগণ ব্লাস্টে আইনগত সহায়তা নিতে এসে তারা কি কি ধরণের সুবিধা পেয়েছেন এবং সুবিধা নিতে গিয়ে তারা কি কি ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়েও ব্লাস্ট, রাঙামাটি ইউনিট এর সমন্বয়কারীকে অবগত করেন। উপকারভোগীদের সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে যে কোন ধরণের সমস্যা দেখা দিলে ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী অত্র ইউনিট অফিসকে জানানোর জন্য সবিনয়ে অনুরোধ করেন এবং যে কোন ধরণের সমস্যা নিরসণকল্পে উপকারভোগীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপকারভোগীগণের মধ্যে অনেক উপকারভোগী ব্লাস্টের সুবিধা নিয়ে বর্তমানে বেশ ভালো আছেন এবং সেই সাথে তারা ব্লাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত