বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Published: 14 Dec 2018   Friday   

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এছাড়া আরও স্মৃতি বক্তব্য পেশ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মর্তা ডা. নীতিশ চাকমা, থানা অফিসার ইনচার্জ, পারভেজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, হিলবিডি২৪ডটকম এর উপজেলা প্রতিনিধি অসীম চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।

 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বও আজকের এই দিনে স্বাধীনতার পর যেন দেশ অচল হয়ে পরে  সে লক্ষ্যে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় তৎকালীন পাকিস্তানী সেনারা বাংলাদেশের বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করেছিল। শুধু ১৪ ডিসেম্বর নয় এর আগে এবং পরেও বুদ্ধিজীবি হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল এসব বুদ্ধিজীবিদের হত্যা করা হলে দেশ স্বাধীন হওয়ার পর দেশটা চালানো সম্ভব হবে না, পুরোটাই অচল হয়ে যাবে। তাই দেশে মেধাশক্তি বিনাশ করার জন্য তালিকা ধওে ধরে দেশের মেধা ও বুদ্ধিজীবিদের জঘন্যভাবে হত্যা করেছে তারা। তারা ভাবতে পারেনি যে বঙ্গবন্ধুর চিন্তা, চেতনা ও দর্শনকে কখনও শেষ করা যায় না এবং আমরা আশা রাখি দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একদিন শ্রেষ্ঠতার কাতারে আমরা সামিল হতে পারব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত