রাঙামাটি আসবাবপত্র সমিতিতে ১৪ মাসের মাথায় আহবায়ক কমিটি গঠন

Published: 14 Dec 2018   Friday   

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও সম্পাাকের অনয়িম দূর্নীতির অভিযোগ এনে কমিটির ৭ সদস্য পদত্যাগ করেছেন। ৭ জন সদস্য পদত্যাগের পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতির সহ সভাপতি মো. আলীর সভাপতিত্বে মো.দিদারুল আলমকে আহবায়ক ও মো.বশির উদ্দিনকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা। বৃহস্পতিবার দুপুরে কমিটির সিংহ ভাগ সদস্যে উপস্থিতিতের তলবি সভা অনুষ্ঠিত হয়।

 

তলবি সভায় সমিতির সভাপতি মো.আমিনুল ইসলাম শামীম ওসাধারণ সম্পাদক আবদুল শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতিরঅভিযোগ উঠলে দু’জনকে অনাস্থা দিয়ে নতুন ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করাহয়েছে। সাধারণ সদস্যদের অভিযোগ তারা বলেন,সমিতির সভাপতি দীর্ঘ দিন ধরে অনুপস্থিত থাকার কারনে সমিতির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এছাড়াও সমিতির কার্যকলাপের স্বচ্ছতা ও জবাবদিহিতার কোন স্থান নেই। যার কারনে সমিতিতে স্থবিরতা সৃষ্টি হয়েছে।

 

এসব স্থবিরতার দায়-ভার সভাপতি ও সম্পাদক বহন না করায় সমিতির ৭ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন।অপর দিকে সমিতির সদস্যরা আর্থিক অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সদস্যরা বলেন, সমিতির দৈনিক ৫ হাজার টাকা ইনকাম আছে। সভাপতি ও সম্পাদক ১৪ মাস ধরে দায়িত্বে ছিল। আমাদের জানামতে ব্যাংকে প্রায় ১৩ লক্ষ টাকা ছিল । কিন্তু দেখাগেছে  ব্যাংকে এখন ১লক্ষ টাকা আছে। বাকি টাকা গেল কোথায়।

 

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর বলেন,ফার্ণিচার ব্যবসায়ি মো. খালেক জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ফার্ণিচার নেওয়ার সময় পথে তাকে আটকে দিয়েছে কর্তৃপক্ষ এ ব্যাপারে আমি কি করবো। এই সূত্র ধরে আমার বিরুদ্ধে লেগেছে খালেকসহ আরো কয়েকজনে। তারা যা করছে সমবায় সমিতি লিমিটেডের নীতিমালার বহিঃভূত কাজ করেছে তারা। সমিতি চলে নীতিমালা দিয়ে নীতিমালার বাহিরে কেউ কথা বললে তা গ্রহন যোগ্য হবেনা।তবে তারা যে সব অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

 

সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ বলেন,রাঙামাটি ফার্ণিচার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ৭জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিতে হয় সমিতির সভাপতি বরাবরে তারা এখন জমা দিয়েছে আমার কাছে। আমি আবেদনগুলো সভাপতি বা জেলা সমবায় কার্যালয়ে পাঠিয়ে দেব। যারা পদত্যাগ করেছেন তারা হলেন-যুগ্ন সম্পাদক আবদুল খালেক,সাংগঠনিক সম্পাদক মো. হিরু তালুকদার, মো.হাসান ওরফে বাচা মিয়া, মো. সোহেল সদস্য,মো.নাজিম উদ্দিন সদস্য, মো.বেলাল হোসেন সদস্য ও মো. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত