সিআইপিডি’র উদ্যোগে রাঙামাটিতে প্রবীণদের শীতবস্ত্র বিতরণ

Published: 14 Dec 2018   Friday   

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ষাটোর্ধ প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এবং সিআইপিডি যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান কর্মসূচি”র আওতায় সাপছড়ি ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ডের বোধিপুর, খামার পাড়া এবং  মরমছড়ি গ্রামের প্রবীণদের মধ্য থেকে বাছাইকৃত অপেক্ষাকৃত অসহায়দের মাঝে ১৫ টি চাদর এবং ১৮টি হাত কাপড় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ৭টি ওয়ার্ডেও প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী চলতি মাসের মধ্যে শীতবস্ত্র বিতরণ কাজ সম্পন্ন করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা। এছাড়া সিআইপিডি’র অন্যান্য স্টাফদের মাঝে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়্যন চাকমা, ডকুমেন্টেশান এবং এডমিন কর্মকর্তা ( সার্বিক) অম্লান চাকমা এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পলাশ খীসা। উক্ত দিন একই সময়ে প্রধান অতিথির উপস্থিতিতে তালিকা অনুযায়ী তিনটি গ্রাম থেকে ৮ জন করে বাছাইকৃত মোট ২৪ জন প্রবীণদের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতাও প্রদান করা হয়। উল্লেখ্য যে, একই কর্মসূচীর আওতায় গত অক্টোবর ২০১৮ সাল থেকে  সাপছড়ি ইউনিয়নে বাছাইকৃত মোট ৭৫ জন প্রবীণের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত