রাঙামাটিতে সাংবাদিক মোস্তফা কামাল আর নেই

Published: 14 Dec 2018   Friday   

বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) রাঙামাটি জেলা প্রতিনিধি মোস্তফা কামাল শুক্রবার  বিকালে চট্টগ্রাম বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে(ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বৎসর। মতৃ্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। সাংবাদিক মোস্তফা কামাল দীর্ঘ ৭ থেকে ৮ বছর ব্লাড ক্যাসারে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন।

 

এদিকে সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন রাঙামাটি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ মেহমুদ,রাঙামাটি ডিজিএফআইয়ের কর্ণেল শামশুল আলম,জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,পুলিশ সুপার আলমগীর কবির, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজ্রি মো. শাহ আলম, জেলা জাপার সভাপতি হারুন মাতব্বর, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুমীল প্রসাদ চাকমা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.সোলাইমান, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথসহ কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী এবং সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুতে হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের পরিবার গভীর শোকাহত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত