পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের পরিদর্শন পার্বত্য সচিবের

Published: 14 Dec 2018   Friday   

পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলার তারেঙ্গ্যা পাড়া কৃষক মাঠ স্কুল, মগবান, পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল আমিন।


পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস্ চেয়ারম্যান, তরুন কান্তি ঘোষ, মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা,এসআইডি-সিএইচটি-ইউএনডিপি এর চিফ এনআরএম এন্ড লাইভলি হুড এর বিপ্লব চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেল কর্মকর্তা ডাঃ সুকিরন চাকমাসহ সিএইচটি-ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে সচিব তারেঙ্গ্যা পাড়া কৃষক মাঠ স্কুলের কুমড়া জাতীয় সবজির হস্ত পরাগায়নের সেশনসহ পারিবারিক পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন, মুরগি পালন, ফল চাষ প্রভৃতি কার্যক্রম দেখেন এবং পাড়াবাসীর সাথে মতবিনিময় করেন ও পরামর্শ প্রদান করেন।


এসময় পার্বত্য সচিব বলেন, দেশীয় মুরগী পালনের ক্ষেত্রে উন্নত হাজলের ব্যবহার কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সরকার পুষ্ঠি সেবা, কৃষি সেবা ও শিক্ষা সেবা সম্প্রসারণে মাধমে গ্র্রামের দারিদ্রতা দূরীকরণে কাজ করে বলে উল্লেখ করেন এবং এই সেবাগুলো গ্রহণের মাধমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কৃষকদের অনুরোধ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত