জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের সাথে পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

Published: 15 Dec 2018   Saturday   

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের একটি টিম শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের  সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  অফিস কক্ষে সাক্ষাতকালে পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে এলাকার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিগত বছর অতিবৃষ্টি এবং ভূমিধসের কারণে প্রচুর প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত লোকদের স্থায়ী পুনর্বাসন করার মতো সামর্থ পরিষদের নাই। এক্ষেত্রে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এগিয়ে এলে পরিষদ তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।  

 

৫ সদস্যবিশিষ্ট  টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ চিফ অব মিশন এর গিওর্গী জিগাউরী। অন্য সদস্যরা হলেন  পিপি কে সিদ্দিক, পিনায়স জাসি, বিএম মনসুর রহমান, শাহেদ শাহাব শাহরিয়ার।  এসময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।   

 

গিওর্গী জিগাউরী (সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন এবং স্থানীয় বিভিন্ন কারণে বাস্তুচ্যুত লোকদের জন্য কাজ করে থাকে। এ ধরনের বাস্তুচ্যুতদের বিষয়ে জানা এবং কাজ করার জন্য তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনার জন্য এসেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত