বরকলে দুই রোহিঙ্গা যুবক আটক

Published: 16 Dec 2018   Sunday   

রাঙামাটির বরকল উপজেলা সদরের যাত্রীবাহী লঞ্চ থেকে রোববার দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল মোঃ রহমত উল্লাহ (১৬) ও মোঃ করিম উল্লাহ (১৭)। সম্পর্কে তারা দুইভাই। তারা কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি-১ রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোঃ ছলিম উল্লাহর ছেলে।


আটককৃত রহমত উল্লাহ ও করিম উল্লাহ জানান তারা গেল দুই মাস আগে চট্টগ্রাম থেকে দালালের মাধ্যমে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া এলাকার তামাক চাষী মোঃ ফারুক ও মোঃ মোস্তফার তামাক খেতে মাসিক সাড়ে ছয় হাজার টাকা বেতনে কাজ করতে আছে। দুই মাস কাজ করে তাদের বেতননা দিয়ে উল্টো মারধর করে তাড়িয়ে দিলে লঞ্চে করে চলে যাওয়ার সময় পুলিশ তাদের উপজেলা সদরে আটক করে।


বরকল থানাওসি মফজল আহম্মদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছোট হরিণা থেকে রাঙামাটিগামী যাত্রীবাহী লঞ্চ থেকে মোঃ রহমত উল্লাহ (১৬) ও মোঃ করিম উল্লাহ (১৭) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটককৃতদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে বলে জানান ওসি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত