জাতীয় পার্টির প্রার্থী পারভেজ তালুকদারের নির্বাচনী ইশতেহার ঘোষনা

Published: 16 Dec 2018   Sunday   

আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯ নং আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএকে পারভেজ তালুকদার রাঙামাটি আসন থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য নানান কথা উঠছে তা সত্য নয় দাবী করেছেন। তিনি বলেন, যতই চাপাচাপি আসুক না কেন তিনি তার প্রার্থীতা প্রত্যহার করবেন না। একমাত্রই তার মৃত্যু হলে জাতীয় পার্টি থেকে এই প্রার্থীতা প্রত্যাহার হবে।


রোববার নির্বাচন পরিস্থিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষনা নিয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে লাঙ্গল প্রতীক প্রার্থী এমএকে পারভেজ তালুকদার এ কথা বলেন।


সংবাদ সন্মেলনে তিনি নির্বাচিত হলে রাঙামাটি জেলার ৮০ হাজার পরিবারকে একটি চাকুরি দেয়ার ব্যবস্থা, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পার্বত্যবাসীর জন্য ষতকরা ৩০ ভাগ কোটার ব্যবস্থা, গামেণ্টস ফ্যাক্টরী ফলমুলের হিমাগার ও ফ্রট ইন্ডাষ্ট্রি স্থাপন, রাঙামাটিতে পর্যটন গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দুরসহ বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের জন্য সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জন গণের জন্য উন্নয়নমূখী কাজ করে যাবো। পাহাড়ি বাঙালি সমান তালে উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।


শহরের জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে জাতীয় পার্টির প্রার্থী এমএকে পারভেজ তালুকদার ছাড়াও জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বাদশা, জেলা জাপার সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা,জেলা জাপার যুগ্ন সম্পাদক রেজাউল করিম মিন্টু ,জেলা মহিলা পার্টির সভাপতি কবিতা ত্রিপুরা, জেলা জাপা নেত্রী মহিতি চাকমা, জেলা জাপার মহিলা সম্পাদক রওশন আরা বেগম,জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.সাইফুল ইসলামসহ জেলা জাপার অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত