বিলাইছড়িতে উষাতন তালুকদার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন

Published: 19 Dec 2018   Wednesday   

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার বুধবার বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটিয়েছেন।


প্রচারনাকালে সিংহ প্রতীক প্রার্থী উষাতন তালুকদার উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা করেন।  বিলাইছড়ি উপজেলা বাজার প্রাঙ্গণে পথ সভায় নির্বাচনী প্রধান অতিথির বক্তব্যে রাখেন উষাতন তালুকদার এমপি। বিলাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিলাইছড়ি জে,এস,এস এর সাধারণ সম্পাদক বীরত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেএসএসএর কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলামং চাক, মারমা উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য সাথোয়াই প্রু মারমা, বিলাইছড়ি জে,এস,এস এর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়–য়া, সফর সঙ্গী জন চাকমা ও কেন্দ্রীয় জে,এস,এস এর সদস্য সৌখিন চাকমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন বিলাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও এম,পি প্রতিনিধি টিপু চাকমা।

 

পথ সভায় উষাতন তালুকদার ভোটারদের উদ্দেশ্য বলেন, নির্বাচন আসলে শীতের অতিথি পাখির মত আপনাদের কাছে এসে অনেকে মধুর মধুর কন্ঠে গান গাইবে। অনেক কিছু বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে। তাই বন্ধুরা আপনাদের গভীরভাবে ভাবতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিভ্রান্ত হয়ে নয় ভালো ভাবে বুঝে শুনে দেব। কেননা আমি আমার মূল্যবান ভোট দিয়ে যাকে মহান সংসদে পাঠাবো উনি আমাদের কি উপকারে আসবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্য সেই প্রতিনিধি কি ভূমিকা রাখবে সেই কথাটা গভীরভাবে ভাবতে হবে।


তিনি আরো বলেন, অনেকে বিগত দশ পনের বছরে অনেক টাকা আয় করেছে। আপনাদের মাথা বিক্রি করে অনেক ধনদৌলতের মালিক হয়েছেন। তারা এখন টাকা ছিটাচ্ছে এবং টাকা দিয়ে আপনাদেরকে কেনার চেষ্টা করতেছে। আমাদের ভাবতে হবে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা। এখনো পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয় নাই। পার্বত্য চট্টগ্রামে এখনো শান্তি ফিরে আসেনি। তিনি পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রতিষ্ঠায় ও উন্নয়নে সিংক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত