পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে তাকে পুনরায় নির্বাচীত করার আহবান উষাতন তালুকদারের

Published: 24 Dec 2018   Monday   

রাঙামাটি ২৯৯নং অাসনে সতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ ঊষাতন  তালুকদার  পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে তাকে পুনরায় নির্বাচীত করার আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন,ভোট দিতে হবে নির্বিঘ্নে। অাপনার যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে। যে প্রার্থী অাপনার অধিকারের কথা সংসদে গিয়ে সাহসের সাথে উপস্থাপন করে অাপনার অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে এমন প্রার্থীকে।

 

তিনি আরো বলেন, কেপিএমকে বাঁচাতে অামি ইতিমধ্যে ব্যাপক কাজ করেছি। চেষ্টা করেছি অাশির দশকের এ মিলকে  পুনরায় সচল করতে। সম্প্রতি স্থায়ী কমিটির একটি টিম কেপিএম পরিদর্শন করে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অাপনারা যারা বেতন পেনশনের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা অামার জন্য অাশির্বাদ করবেন। অামি অাবার সাংসদ হলে অাপনাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

         

কাপ্তাইয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত উষাতন তালুকদার কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ মিশন এলাকা, কলাবাগান, বারঘোনা সিনেমাহল, কয়লার ডিপো, কেপিএম গেইট, বড়ইছড়ি, নোয়াপাড়া, কুকিমারা এলাকায় তার নির্বাচনী প্রচারণা  চালান।  এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী ইশতেহার ও লিফলেট বিতরণ করেন। ভোটারদের জড়িয়ে ধরে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধান করতে তাকে পুনরায় জয়যুক্ত করার আহবান জানান।

 

তিনি নির্বাচীত হলে তাদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।জনসংহতি সমিতির (জেএসএস) নোয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি অংথোয়াই মারমার সঞ্চালনায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময়  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেএসএসের কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলা মং চাক, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেএসএসের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি বিক্রম মারমা, সহ-সভাপতি জন চাকমা, সাধারণ সম্পাদক সায়ামং মারমা, সাংগঠনিক সম্পাদক খ্যাইসাঅং মারমাসহ অারও অনেকে।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত